ভেজাল রং তৈরির দায়ে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৮ অক্টোবর ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ভেজাল রং তৈরি ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১৬টি রং ভর্তি ড্রাম জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নবী হার্ডওয়ার স্টোরে অভিযান চালিয়ে এর মালিক রকিবুন নবীকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রণি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, নবী হার্ডওয়্যার স্টোরের মালিক রকিবুন নবীর প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় বার্জার কোম্পানির নামে ওয়েদারকোট, ইজি ক্লিন, অ্যান্টিড্রার্ট, ওয়াটার সিলার, এসপিডি ও ওয়ালপাট্টি নামের ১৬টি নকল রং ভর্তি ড্রাম পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে নকল রং, উৎপাদন, মজুদ এবং বিক্রির অপরাধে নবী হার্ডওয়ার স্টোরকে এক লাখ টাকা জরিমানা আদায় ও নকল জব্দ রং ধ্বংস করা হয়। এ সময় রকিবুন নবী ভবিষ্যতে আর এ জাতীয় কাজ করবেন না বলে মুচলেকা দেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমিন ইসলাম জুয়েল/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।