ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘূর্ণিঝড় ‘হামুন’

পটুয়াখালী থেকে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় পটুয়াখালী নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মামুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

আরও পড়ুন: বুধবার দুপুর নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে ‘হামুন’

তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। পাশাপাশি নৌযানগুলোকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। সেই অবস্থায়ই বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস