ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে মা ইলিশ ধরায় ২৯ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সন্ধ্যায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী ও এসিল্যান্ড আব্দুল্লাহ আল ফয়সাল অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় পাঁচ হাজার মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

jagonews24

আরও পড়ুন: মেঘনায় ইলিশ শিকারে ১৫ জেলের কারাদণ্ড 

অভিযানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ কামরুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আবদুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের দুটি দল উপস্থিত ছিলেন।

অপরদিকে হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, একই সময়ে হাইমচরে উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১৩ জেলেকে আটক হয়েছে। জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্টজাল, তিনটি মাছ ধরার নৌকা ও ২৫ কেজি ইলিশ মাছ। আটক জেলেদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস