ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবীনগরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৮ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সোমবার থেকে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছেন বিজিবি সদস্যরা।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি। আগামী ১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ জন, সদস্য পদে ২৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জনসহ মোট ৪৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর