ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: সিরাজগঞ্জ থেকে ঢাকায় ১০ হাজার নেতাকর্মী 

মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী ও ফিরোজ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরি, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সজল, জেলা আওয়ামী লীগের সদস্য জিহাদ আল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক পীর সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান বলেন, বিএনপি-জামায়াতের যে কোনো নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ সক্রিয়। এ অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এম এ মালেক/আরএইচ/জিকেএস