বিএনপির মহাসমাবেশ

সিরাজগঞ্জ থেকে ঢাকায় ১০ হাজার নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

রাজধানীতে মহাসমাবেশে অংশ নিতে সিরাজগঞ্জ থেকে বিএনপির ১০ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। নেতাকর্মীদের অধিকাংশই সঙ্গে শুকনো খাবার নিয়ে ভিন্ন ভিন্ন বিকল্প পথে মহাসমাবেশ স্থলে গিয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমান বাচ্চু জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ অংশেই ৩০০ র‌্যাব-পুলিশ, চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

তিনি জাগো নিউজকে বলেন, নেতাকর্মীরা যেন ঢাকার মহাসমাবেশে যেতে না পারে এজন্য সিরাজগঞ্জ শহর থেকেই তল্লাশি করা হয়েছে। শুধু তাই নয়, নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এ সমাবেশে না যাওয়ার জন্য হুমকি-ধমকিও দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশও গ্রেফতার শুরু করেছে। তবে কোনো বাধা বিএনপির নেতাকর্মীদের এই সমাবেশে আসা ভণ্ডুল করতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা সিরাজগঞ্জ থেকে গত কয়েকদিনে প্রায় ১০ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় এসেছি। কিন্তু শুক্রবার ও রাতে ঢাকায় পৌঁছানোর পর জেলার ১৮টি ইউনিটের প্রায় এক শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আমরা আগেই ঢাকায় এসেছি। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এ সরকারের পতন ঘটবে।

আরও পড়ুন: আশুলিয়ায় বাস থেকে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

তবে বিএনপির অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান জাগো নিউজকে বলেন, বিএনপির কোনো সঠিক নেতৃত্ব নেই। ওদের কর্মীরা মূলত এ সমাবেশে যেতে চাচ্ছে না। তাই এসব মিথ্যা অভিযোগ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিএনপির নেতারা। আমাদের দলের পক্ষ থেকে কাউকে ঢাকার সমাবেশে যেতে বাধা বা হুমকি দেওয়া হয়নি।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।