ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি নেতাকর্মীদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের গলাপট্টি সড়কে এই সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল আহত হয়েছেন।

আরও পড়ুন: টঙ্গীতে বিআরটিসি বাসে আগুন

বিএনপির-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরের সাতমাথায় শান্তি সমাবেশের আয়োজন করে। একই সময় হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ মিছিল নিয়ে গালাপট্টি সড়কে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৯ টায় শুরু হওয়া সংঘর্ষ এখনো চলমান।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

জেএস/এএসএম