বাঁশ বাগানে পড়ে ছিল ইজিবাইকচালকের বস্তাবন্দি মরদেহ
মেহেরপুরে নিখোঁজের চারদিন পর বাঁশ বাগান থেকে বিজন (২৬) নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশ বাগানের গর্তের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মেহেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ অক্টোবর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
আরও পড়ুন: বিপ্লব হত্যা: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
রোববার দুপুরে বিশ্বনাথপুর গ্রামের ভাদু মল্লিক তার বাঁশ বাগানের পাশে ঘাস কাটতে যায়। এ সময় সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কাছে গিয়ে দেখে বস্তাবন্দি অবস্থায় গর্তের পাশে কি যেন পড়ে আছে। পরে বিকেলে একটি চায়ের দোকানে বিষয়টি জানান তিনি। এ সময় সেখানে থাকা লোকজন জানায় কয়েকদিন ধরে বিজন নামের এক যুবক এলাকা থেকে নিখেঁাজ রয়েছে। বিজনকে হত্যা করে সেখানে পুতে রাখা হতে পারে ভেবে সন্ধ্যার দিকে তারা পুলিশকে খবর দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বস্তা থেকে মরদেহটি বের করা হয়। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন মরদেহটি বিজনের।
ওসি আরও বলেন, বিজনকে হত্যা করে গুম করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্তের কারণে এখনই তা জানানো সম্ভব হচ্ছে না। তাদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি।
আসিফ ইকবাল/জেএস/এএসএম