ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে বিস্ফোরক মামলায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

চাঁদপুরে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা অনেকের নামে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন। দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের ইমাম উদ্দিন ঢালীর ছেলে শাহরিয়ার তানিম ঢালী (২৮) ও বাগাদি ইউনিয়নের নিজগাছতলা এলাকার শাখা পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী (২৫)।

আরও পড়ুন: আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

এসআই শাহজাহান জানান, সারাদেশের মতো রোববার চাঁদপুরের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করে হরতাল সমর্থকরা। নাশকতার চেষ্টাকালে তানিম ও রাসেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শরীফুল ইসলাম/জেএস/এএসএম