চাঁদপুর শহর রক্ষা বাঁধের ৫৬ মিটার সিসি ব্লক ধস
চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় মেঘনার তীব্র স্রোতে শহর রক্ষা বাঁধের ৫৬ মিটার জায়গার সিসি ব্লক ধসে পড়েছে। এতে প্রায় শতাধিক পরিবারের বসতবাড়ি এখন ভাঙন হুমকির মুখে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ওই এলাকার সিসি ব্লক ক্রমান্বয়ে ধসে পড়ছে।
এর আগেও একবার যমুনা রোডের টিলাবাড়ির সামনে সিসি ব্লক দেবে গিয়েছিল। সেখানে এখনো ভাঙন আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যেই এ এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে দুশ্চিন্তায় আছেন নদী পাড়ের বাসিন্দারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, শহরের যমুনা রোডের বকুলতলা এলাকায় হঠাৎ করেই ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে ভাঙনরোধে কাজ শুরু করেছে। এরইমধ্যে ১৫০০ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। দুটি বাল্কহেডে ডাম্পিং কার্যক্রম অব্যাহত আছে। এখন ভাঙন আপাতত বন্ধ আছে।
শরীফুল ইসলাম/এসজে/জেআইএম