ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০২:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথমদিনে হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে বিএনপির নেতাকর্মীরা হবিগঞ্জ-ধুলিয়াখাল বাইপাস সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।

এদিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতাকর্মীরা মিরপুর বাজারে মহাসড়ক অবরোধ করে। পুলিশ সেখানে গেলে তারা লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে।

আরও পড়ুন: পুলিশ দেখে মিছিল থেকে পালালেন বিএনপি নেতাকর্মীরা

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় ভাদৈ এলাকায় কয়েকজন যুবক রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার আগুন নিভিয়ে দেয়। পরে তাদের ধরতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালায় তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/জিকেএস