ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০১ নভেম্বর ২০২৩

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে এ বিক্ষোভ করেন তারা।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে এ সময় আরও ছিলেন- মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আবুল খায়ের অপু, রায়েদ চৌধুরী রিংকু, খন্দকার খুরশেদ আলম সুজন, সেলিম আহমেদ, মেরাজ আহমেদ, সারাজ আহমেদ, জোসেফ বখত চৌধুরী, আলী আহমেদ রুমান, বেলাল আহমেদ, খন্দকার মঞ্জুর আলী, কাউছার আহমেদ বিশাল।

মুশফিক বলেন, নিজেদের জীবন দিয়ে হলেও এ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা সদর থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি বলে নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়া হয়নি। তবে জেলার অভ্যন্তরীণ সড়কে ছোট যানবাহনগুলো চলাচল করছে।

পুলিশ সুপার এসএম মুরাদ আলি জাগো নিউজকে বলেন, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের একাধিক মোবাইল টিম টহল দিচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম