সাংবাদিকের লেখনীতে স্বাধীনতার চেতনার প্রতিফলন থাকবে
নাটোর সদর আসনের এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাদের লেখনীতে স্বাধীনতার মূল চেতনার প্রতিফলন থাকতে হবে। তিনি আজ মঙ্গলবার নাটোর শহরের নিচাবাজার এলাকায় প্রেস ক্লাব মার্কেটের ভিত্তি প্রস্থর স্থাপনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির সংবাদের পাশাপাশি সাংবাদিকদের সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক সংবাদ পরিবশন করতে হবে।
তিনি নাটোর প্রেস ক্লাবের মার্কেট নির্মাণে তাৎক্ষণিক দুই লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়ে বলেন, এই মার্কেটের উন্নয়নে আরও যত টাকা লাগে পরবর্তীতে দেয়া হবে। পরে তিনি প্রেস ক্লাব মার্কেট ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় নাটোর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক দুলাল সরকার, সহ-সভাপতি এবিএম মোস্তাফা খোকনসহ নাটোরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
রেজাউল করিম রেজা/এসএস/এমএস