ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবরোধের শেষদিন

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৪

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০২ নভেম্বর ২০২৩

অবরোধের শেষদিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কুশাব এলাকায় অবরোধ কর্মসূচির সমর্থনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মাওলা বিন সাজু, ভুলতা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাওহিদুল আলম জিসান, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান মিরাজ ও মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিব। এদের মধ্যে পুলিশের ছোড়া গুলিতে আহত হন মেহেদী হাসান মিরাজ ও হাসিব।

jagonews24

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদল নেতা গ্রেফতার

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সকালে এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে একটি কাভার্ডভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আরেকটি কাঠবোঝাই ট্রাক সামনে এলে সেটিও ভাঙচুর করে পুড়িয়ে দেন। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পাল্টা জবাবে পুলিশ গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা বিএনপি নেতা কাজী মনিরের অনুসারী এবং তার নেতৃত্বেই বিক্ষোভ মিছিলটি হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির কিছু নেতাকর্মী সড়কে দুইটি গাড়িতে আগুন দিলে পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন আর কোনো সমস্যা নেই। কেউ যদি নাশকতা করতে আসে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেএস/জিকেএস