ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মিরসরাইয়ে মশাল মিছিলের পর গাড়ি ভাঙচুর

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৮:২০ এএম, ০৩ নভেম্বর ২০২৩

অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মশাল মিছিলের পর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। মধ্যরাতে চিনকী আস্তানা এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগও করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহাসড়কের নয়াদুয়ারিয়া এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের ছবি সংবলিত ব্যানার নিয়ে একটি মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা।

 Source https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mir-2-20231103081959.jpg

ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে এলে তারা পালিয়ে যান। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগুন দিয়ে পোড়ানোর কিছু সরঞ্জাম জব্দ করে। রাত ১টার দিকে উপজেলার চিনকী আস্তানা এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে নয়দুয়ারিয়া এলাকায় অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে আগুন লাগানোর কিছু সরঞ্জাম জব্দ করা হয়। তবে নাশকতাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এম মাঈন উদ্দিন/এসজে/জিকেএস