ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি আটক

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৬ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচা বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতিসহ গ্রেফতার ৫

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, খোঁচা বাড়ি এলাকা থেকে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ কয়েকজন গাড়িতে পেট্রল দিয়ে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পেট্রল, ইট পাটকেল ও একটি মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।

তানভীর হাসান তানু/জেএস/জেআইএম