খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতিসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিনে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার অন্যরা হলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার মনি, সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, জেলা যুবদল সহ-সম্পাদক নিয়াজ মোহাম্মদ ও যুবদল নেতা মো. আবির।

আরও পড়ুন: ৬৬ মামলায় আসামি বিএনপির ১০ হাজার নেতাকর্মী, গ্রেফতার ২৩১

এর আগে দুপুরের দিকে মাটিরাঙ্গার গোমতির বাড়ি থেকে খাগড়াছড়ি জেলা তাঁতীদলের সদস্য সচিব মো. জয়নাল ভুঁইয়াকে গ্রেফতার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এনিয়ে দুদফা অবরোধ চলাকালে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের।

মুজিবুর রহমান ভুইয়া/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।