ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোগীর মৃত্যুতে মামলা

হবিগঞ্জে প্রাইভেট চিকিৎসা বন্ধের ঘোষণা চিকিৎসকদের

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

হবিগঞ্জে প্রাইভেটে চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা এবং কারাদণ্ডের প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে চিকিৎসকদের বৈঠকে এ ঘোষণা দেন চিকিৎসক নেতারা।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সরকারি হাসপাতালে যথারীতি চিকিৎসা চলবে। শুধু প্রাইভেট হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জে দ্যা জাপান বাংলাদেশ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে সম্প্রতি টিউমার অপসারণের সময় এক নারীর খাদ্যনালি, জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগ ওঠে গাইনি চিকিৎসক ডা. এস কে ঘোষের বিরুদ্ধে। পরে ওই নারী মারা যান।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে মামলা

পরে ওই নারীর চাচাতো ভাই রহমত আলী বাদি হয়ে গাইানি চিকিৎসক ডা. এস কে ঘোষ, হাসপাতালটির পরিচালক এ কে আরিফুল ইসলাম, দালাল জনি আহমেদ ও তাবির হোসাইনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দেন।

পরবর্তীতে ডা. এস কে ঘোষ উচ্চ আদালতে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নেন।

মামলার বাদি রহমত আলী বলেন, ‘আমি চিকিৎসক সমাজের বিরুদ্ধে নই। ব্যক্তি ডা. এস কে ঘোষের অপচিকিৎসার বিরুদ্ধে। কেউ ডাক্তার হলে কি অপচিকিৎসা বা অপরাধ করলে বিচার হবে না? ব্যক্তির দায় পুরো চিকিৎসক সমাজ নেবে কেন? তিনি মদ্যপ অবস্থাও দিন-রাত অপারেশন করেন। যা মোটেও কাম্য নয়। টিউমার কাটতে গিয়ে তিনি রোগীর কিডনি, খাদ্যনালী কেটে ফেলেছেন। এর আগেও একাধিকবার তিনি ভুল চিকিৎসা করেছেন। আমি তার শাস্তি চাই।’

হবিগঞ্জ সদর হাসপাতালের ডা. মুমিনুর রহমান চৌধুরী বলেন, ‘আমি সভায় ছিলাম না। তবুও যতটুকু শুনেছি তা হলো, মামলা হতে পারে। কিন্তু কোনো তদন্ত ছাড়া একজন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে মূলত আজকের সভা। নির্দিষ্ট কোনো সংগঠনের উদ্যোগে নয়। মিটিংটি হয়েছে সাধারণ চিকিৎসক পরিষদের উদ্যোগে। এতে সভাপতিত্ব করেন ডা. অসিত রঞ্জন দাশ। সভায় সিদ্ধান্ত হয় শনিবার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রাইভেট হাসপাতালে অপারেশনসহ সব ধরনের চিকিৎসা বন্ধ রাখা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/এএসএম