ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনা-৪ আসনে নৌকার টিকিট পেলেন মন্ত্রীপুত্র গালিবুর

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পেয়েছেন গালিবুর রহমান শরীফ। তিনি এ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। গালিবুর রহমান এবারই প্রথম মনোনয়ন পেলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে পাবনা-৪ আসন গঠিত। এ আসনে ১৯৯১ সালে বিএনপির সিরাজুল ইসলাম সরদার নির্বাচিত হন। এরপর এ আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। ২০২০ সালে তার মৃত্যুর পর এ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

পাবনা-৪ আসনে ২৫ জন আওয়ামী লীগ নেতা-নেত্রী মনোনয়নপত্র কিনে জমা দেন। এদের মধ্যে গালিবুর রহমান শরীফের মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগ।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, শেখ হাসিনা পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফকে মনোনয়ন দিয়েছেন। তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

শেখ মহসীন/এসজে/জেআইএম