দিনাজপুর
মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা
দিনাজপুরে মধ্যরাতে একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টার সময় কাহারোল-বীরগঞ্জ সড়কের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কাহারোল থানা পুলিশ জানায়, রোববার দিনগত রাত ২ টার দিকে ধানবোঝাই একটি ট্রাক পঞ্চগড় থেকে বীরগঞ্জ হয়ে কাহারোলের দিয়ে বিরলের দিকে যাচ্ছিল। পথে ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকচালক ও তার সহকারী বিষয়টি থানায় জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ট্রাকে থাকা কিছু ধান ও ট্রাকের সামনের কেবিন পুড়ে গেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ট্রাকচালক মো. লিটন রেজা বলেন, পঞ্চগড় থেকে ধানবোঝাই ট্রাক নিয়ে বিরল উপজেলার রূপালি রাইস মিলে যাচ্ছিলাম। পথে বীরগঞ্জ-কাহারোল পাকা রাস্তায় হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে করে এসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এমদাদুল হক মিলন/জেএস/জিকেএস