চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তুহিন পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

তুহিন পরিবহনে কাউন্টার মাস্টার আব্দুল আলিম বলেন, কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে আমরা জানি না। আর খুব কম সময়েই আমাদের বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কোনো কিছু জানি না।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পণ্যবোঝাই ট্রাকে আগুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তুহিন পরিবহনের লোকজন বাসটিতে ওয়েলডিংয়ের কাজ করছিল। হঠাৎ সেখানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এটি রাজনৈতিক সহিংসতার আগুন না।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম বলেন, একটি বাস বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্য দুইটি তেমন ক্ষতিগ্রস্থ হয়নি। বাসটির পাশে ওয়েলডিংয়ের কাজ করছিলেন। এতে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত।


সোহান মাহমুদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।