টাঙ্গাইলের ৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
টাঙ্গাইলের আট আসনেই প্রার্থী দিয়েছেন জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বনানীতে অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দলীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মধুপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ভূঞাপুর জাতীয় পার্টির আহ্বায়ক মো. হুমায়ুন কবীর তালুকদার, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সংসদ নির্বাচন অংশ নিতে পদত্যাগ করলেন মির্জাপুর উপজেলা চেয়ারম্যান
এছাড়া টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাসেম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুরে) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/জেএস/এমএস