নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ বাড়িতে অগ্নিসংযোগ
নাটোরের লালপুরে বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের ১০ বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এবং খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানায়, বৃহস্পতিবার লালপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাকনাই কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই সদস্য প্রার্থী ইউসুফ ও হান্নান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। নির্বাচনে সদস্য প্রার্থী ইউসুফ হোসেন বিজয়ী হলে ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে তার সমর্থকরা পরাজিত প্রার্থী হান্নানের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় ৩০টি বাড়িতে এবং দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। 
এছাড়া বাড়ি-ঘরের নগদ টাকা, গরু-ছাগলসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুর্বত্তরা। এ ঘটনায় আহত ১০ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এআরএ/পিআর