ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫
হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে উপজেলা শহরে কয়েক দফায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. মুশফিক হুসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে গেলে অপর গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় প্রায় পাঁচজন আহত হয়েছেন।
আরও পড়ুন: সিলেটে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ৪ নেতাকর্মী আটক
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জাগো নিউজকে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী নবীগঞ্জে মনোনয়ন জমা দিতে আসা উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে উভয়পক্ষই শান্ত রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/জিকেএস