সিলেটে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ৪ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

সিলেট মহানগরে ছাত্রদলের মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় চার নেতাকর্মী আটক হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ঝরনারপাড় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ (২৮), ছাত্রদলকর্মী ওয়াহিদ আহমদ (১৯) ও রেদুয়ান আহমদ রাব্বি (২৪)।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ঝরনারপাড় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করেন।

এ সময় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, উপ-পরিদর্শক (এসআই) মো. জুনেদ আহমদ ও কনস্টেবল মো. মহিবুর রহমান আহত হন। এছাড়া পুলিশের গাড়িও ভাঙচুর করেন মিছিলকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে ধাওয়া করে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসানসহ দলের চার নেতাকর্মীকে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু ও ১২টি বাঁশের লাঠি জব্দ করা হয়। আহত পুলিশ সদস্যরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।