ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের স্থগিত মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

তিনি জানান, বকেয়া কর পরিশোধ করায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত

এর আগে রোববার এনবিআরের পক্ষ থেকে কর বকেয়ার অভিযোগ উত্থাপিত হলে তার মনোনয়ন স্থগিত করা হয়। তিনি পটুয়াখালী-১ আসনের লাঙল প্রতীকের প্রার্থী।

ওই দিন পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. নাসিরউদ্দিন তালুকদার, জাকের পার্টির মো. মিজানুর রহমান বাবুল; পটুয়াখালী-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী নূর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম