ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার

সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

কক্সবাজার সমুদ্র সৈকতের তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ২৪ বছর।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলাতলীর দরিয়ানগর সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান।

স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে জেলেরা সৈকতে ভাসমান লাশটি দেখতে পেয়ে দরিয়ানগর ঐ পয়েন্টের প্যাসাইলিংয়ের দায়িত্বে থাকা ফরিদকে জানানো হয়। তিনি ৯৯৯ ফোন দিয়ে প্রশাসনকে জানান। পরে পুলিশ সাড়ে এগারোটার দিকে মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, ৯৯৯ এ তথ্য পেয়ে আমি মরদেহটি মর্গে নিয়ে আসি। নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গায়ে থাকা টি-শার্টে রাজশাহীর হামজা ইংলিশ একাডেমি নামে একটি কোচিং সেন্টারের লোগো রয়েছে। আমরা কোচিং সেন্টারের পরিচালককে ফোন দিয়ে যোগাযোগ করেছি। কিন্তু তারাও কোনো তথ্য দিতে পারেননি।

এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।

সায়ীদ আলমগীর/এনআইবি/এমএস