ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মিয়ানমারে পাচারকালে জ্বালানি তেলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফে দেড় হাজার লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করেছে পুলিশ। এ সময় হারুন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়ন বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে সাগরের কিনারা থেকে পাচারের জন্য মজুত তেলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুন টেকনাফ সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়ার রহিম আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, বুধবার ভোরে টেকনাফ থেকে নৌকায় মিয়ানমারে জ্বালানি তেল পাচার করা হচ্ছে বলে জানা যায়। পরে পুলিশ বাহারছড়া ঘাটের মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে পালানোর চেষ্টা করলে হারুন নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সায়ীদ আলমগীর/এনআইবি/এমএস