ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারী উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন : লাশ নিয়ে মিছিল

প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হরিবাসরে নারী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ার শাজাহানপুরে সনাতন চন্দ্র প্রামাণিক (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে উত্ত্যাক্তকারীরা।

শনিবার গভীররাতে উপজেলার গন্ডগ্রাম মধ্যপাড়ায় আদিকালিবাড়ি হরিবাসর চত্বরে এই ঘটনা ঘটে। এদিকে খুনের ঘটনায় বিক্ষুদ্ধ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ রোববার দুপুরে লাশ নিয়ে শহরে মিছিল করেছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সনাতনের বাবা সুরথ চন্দ্র জানান, হরিবাসর চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে তার ছেলে সনাতনও ছিল। রাত একটু গভীর হলে একদল দুর্বৃত্ত হরিবাসরে আসা মহিলাদেরকে উত্ত্যক্ত করছিল। এসময় সনাতন তাদেরকে বাধা দিলে উত্ত্যক্তকারীরা সনাতনের বুকের ডান পার্শ্বে ছুরিকাঘাত করে। এতে তার পেটের ভুড়ি বের হয়ে যায়। গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া ২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় সনাতন মারা যায়।

এদিকে ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের শত-শত নারী পুরুষ হাসপাতালে সমবেত হন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত শেষ করে লাশ হন্তান্তর না হওয়ায় শত-শত মানুষ হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করে। পরে বেলা ১টায় ময়নাতদন্ত শেষে লাশ হন্তান্তর করা হয়। এরপর ভ্যানে লাশ নিয়ে নিহতের আত্মীয়স্বজন ছাড়াও শত-শত নারী পুরুষ ছয় কিলোমিটার সড়ক পায়ে হেটে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। মিছিলটি শহরে প্রবেশ করলে স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে পুলিশ আটকে দেয়। সেখানে পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেয়া হয় যে, ইতোমধ্যে দুইজন আসামি গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে হিন্দুসম্প্রদায়ের লোকজনকে মিছিল না করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু পুলিশের কথা না শুনে মিছিলকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যায়।
 
জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন অভিযোগ করে বলেন, গন্ডগ্রাম হিন্দুপাড়ায় হরিবাস শুরুর কয়েকদিন আগে শাজাহানপুর থানায় চিঠি দিয়ে অবহিত করা এবং সেখানে নিরাপত্তার জন্য পুলিশ চাওয়া হলেও থানা থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষোভের সঙ্গে বলেন, হরিবাসরে নিরাপত্তা দেয়া হলে সনাতনকে খুন হতে হতো না।

তবে বগুড়ার সহকারী পুলিশ সুপার সরফরাজ জানান, থানায় পুলিশ চাওয়া হয়েছে এমন তথ্য তার জানা নেই। বিষয়টি শাজাহানপুর থানার ওসি ভালো করে বলতে পারবেন। তবে এ ব্যাপারে জানতে মোবাইলে শাজাহানপুর থানা পুলিশের ওসিকে পাওয়া যায়নি।

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন, রংপুর কোতয়ালি থানার সিও বাজার এলাকার রাজিব সরকার (২৫) ও উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার রাফিউল ইসলাম রনি (২২)।

লিমন বাসার/ এমএএস/পিআর