রাজবাড়ীতে প্রতীক পেলেন প্রার্থীরা
রাজবাড়ীর দুই আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক আবু কায়সার খান তাদের প্রতীক বরাদ্দ দেন।
এ সময় রাজবাড়ী-১ নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী, স্বতন্ত্রপ্রার্থী ইমদাদুল হক বিশ্বাস পেয়েছেন (ট্রাক), জাতীয় পার্টির অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন (লাঙল), তৃণমূল বিএনপির ডিএম মজিবর রহমান পেয়েছেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্রপ্রার্থী স্বপন কুমার সরকার পেয়েছেন (ঈগল)।
এ আসনে চার লাখ ৪ হাজার ১৮০ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ দুই লাখ ৪ হাজার ২৬০ জন ও নারী এক লাখ ৯৯ হাজার ৯২০ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৬ টি ও ভোটকক্ষ রয়েছে ৯১৪টি।
আরও পড়ুন: রাজবাড়ীতে পুরানতেই ভরসা আওয়ামী লীগের
রাজবাড়ী-২ আসনে নৌকা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুল হাকিম, স্বতন্ত্রপ্রার্থী নুরে আলম সিদ্দিকী হক পেয়েছেন (ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া পেয়েছেন (মশাল), জাতীয় পার্টির অ্যাডভোকেট সফিউল আজম খান (লাঙল), তৃণমুল বিএনপির এসএম ফজলুল হক (সোনালী আঁশ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মণ্ডল পেয়েছেন (ছড়ি)।
এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজ থেকে বিধিবিধান মেনে প্রার্থীরা প্রচার -প্রচারণা করতে পারবেন। আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ২৮ হাজার ৩১৯ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ৬৯ হাজার ৪৪৯ জন ও নারী দুই লাখ ৫৮ হাজার ৮৬৯ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৯৪টি ও ভোটকক্ষ রয়েছে এক হাজার ২৩৬টি।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস