রাজবাড়ীতে পুরানতেই ভরসা আওয়ামী লীগের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসনে পুরাতনদের উপরই ভরসা রেখেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এ নিয়ে কাজী কেরামত আলী সপ্তমবারের মতো মনোনয়ন পেলেন। এছাড়া তিনি বিজয়ী হয়েছেন পাঁচবার।
এদিকে, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি ষষ্ঠবারের মতো মনোনয়ন পেলেন এবং বিজয়ী হয়েছেন চারবার।
রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশের সঙ্গে রাজবাড়ীর দুইটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জানা গেছে, রাজবাড়ীর দুটি আসনে ১৫ জনের অধিক নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেন। যে কারণে ভোটের মাঠে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম