ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে হয় পুলিশ থাকবে, না হয় সন্ত্রাসী: নবাগত এসপি

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

নোয়াখালীতে হয় পুলিশ থাকবে, না হয় সন্ত্রাসীরা থাকবে। পুলিশ-সন্ত্রাসী একসঙ্গে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলার সাংবাদিকদের সঙ্গে মতমিনিময়কালে তিনি একথা বলেন।

পুলিশ সুপার বলেন, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ। এখানে অবৈধ অস্ত্রধারীদের ব্যাপারে তথ্য পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো অবস্থাতেই অবৈধ অস্ত্রধারীদের ছাড় দেওয়া হবে না।

jagonews24

আসাদুজ্জামান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে রোগীর চিকিৎসার চাইতে রোগের চিকিৎসায় বিশ্বাসী। সমাজে যাতে সন্ত্রাসীরা বেড়ে উঠতে না পারে সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে। সত্যিকার অর্থে জনগণের বন্ধু হতে যা লাগে পুলিশ তাই করবে।’

এরআগে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি সাবেক পুলিশ সুপার শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, মো. ইব্রাাহীম, মোর্তাহীন বিল্লাহ, নাজমুল হায়দার রাজিব, ডিআইও-১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস