পাবনায় স্বতন্ত্র প্রার্থীকে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ
পাবনায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ও তার প্রধান নির্বাচনী সহচর সাবেক মেয়র আব্দুল বাতেনকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা সদরে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন আবু সাইয়িদ।
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের অভিযোগ, দুপুর ১২টার দিকে তিনি বেড়ায় নিজ বাড়ি থেকে সাঁথিয়া উপজেলায় নির্বাচনী প্রচারণায় বের হন। বোয়াইলমারী বাজার এলাকায় জনসংযোগ চলাকালে তাকে ও তার সহযোগীদের ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। তারা প্রচারণা থেকে চলে যেতে বলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ মোতায়েন করা হয়। মুখোমুখি অবস্থানে থাকা অধ্যাপক আবু সাইয়িদ, তার প্রধান নির্বাচনী সহচর আব্দুল বাতেনসহ তাদের অনুসারী এবং সাঁথিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

বিকেল সাড়ে ৩টার দিকে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আল্পনা পারভীন ঘটনাস্থলে পৌঁছান। তিনি উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বলেন, তিনি একটি নির্বাচনী সভায় রয়েছেন। খোঁজখবর নিয়ে পরে কথা বলবেন।ৎ
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অধিকার কারো নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক আবু সাইয়িদ।
আমিন ইসলাম/এসআর/এমএস