আশুগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা : আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোর্শেদ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের দগরীসার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিশুর বাবা কাজল জানান, বিকেল ৫টায় অভিযুক্ত মোর্শেদ মেয়েকে স্কুল থেকে ফেরার সময় চকলেট দেয়ার কথা বলে দগরীসার গ্রামের আব্দুল মিয়ার ডোবার পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার মেয়ের চিৎকারে পাশের বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনার পর আশুগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি