ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে নির্বাচন বন্ধে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ ও প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় প্রবর্তিত বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে স্বারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের কাছে রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি নোমান সিরাজী, অ্যাসিস্ট্যান্ট সেক্রটারি লোকমান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি রেদোয়ান হোসাইন প্রমুখ।

অনারারী ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম বলেন, একতরফা প্রহসনের নির্বাচন আমরা বর্জন করেছি। জনগণের প্রতি আহ্বান- যেন কেউ ভোট কেন্দ্রে না যায়। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসী দুইভাগে বিভক্ত হয়ে গেছে। দেশের অধিকাংশ শান্তিকামী নাগরিক সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ২০১৪ এবং ২০১৮ সালের মতো আবারো ক্ষমতায় আসতে চায়।

কাজল কায়েস/এএইচ/জিকেএস