ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ-৫

স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী কলেজ মোড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সুমন হিটলার নামের একজন আহত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জানান, নৌকার সমর্থক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কয়েকজন ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ সময় ঈগল প্রতীকের সমর্থক সুমন হিটলার ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সুমন হিটলার জানান, আমি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করার কারণে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ কয়েকজন হামলা চালায়। এর আগে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে তারা।

এদিকে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জাগো নিউজকে বলেন, সুমন হিটলার নৌকা প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সমর্থক আলমাছকে হুমকি দিয়েছিল। তাই তার সঙ্গে হালকা ধস্তাধস্তি হয়েছে।

নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালনাকারী পর্যবেক্ষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার জানান, আমরা মৌখিকভাবে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ প্রসঙ্গে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সেই সঙ্গে বিষয়টি কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম এ মালেক/আরএইচ/জেআইএম