ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ-৬

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ডিবি পরিচয়ে হুমকি

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:০৭ এএম, ০১ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর সমর্থক সাবেক পৌর কাউন্সিলর প্রদীপ পোদ্দারকে মুঠোফোনে ডিবি পরিচয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩১ ডিসেম্বর) স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হালিমুল হক মিরু নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এমন লিখিত অভিযোগ করেছেন। শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর প্রদীপ পোদ্দারকে মুঠোফোনে ডিবি পরিচয় দিয়ে ঈগল প্রতীকের নির্বাচন করতে নিষেধ করা হয়। নিষেধের পরও ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা চালালে একই নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়।

স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু অভিযোগের বিষয়টি জানিয়ে জাগো নিউজকে বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নৌকা প্রতীকের সমর্থকেরা তার সমর্থকদের বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছে। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারণার নামে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় প্রদীপ পোদ্দারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এম এ মালেক/এফএ/জিকেএস