খালেদা জিয়ার বাড়ির দরজায় প্রচারণা শেষ করলেন নৌকার প্রার্থী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনীর ফুলগাজীর শ্রীপুরের বাড়ির সামনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলগাজী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ মজুমদার। প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এসময় নাসিম বলেন, আমি মজুমদার বাড়ির সামনে মতবিনিময় সভার মাধ্যমে আমার প্রচারণা শেষ করছি। আমি গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে দেখেছি মানুষের কী দরকার। রাস্তা ঘাটের কোথায় কাজ করা দরকার। নির্বাচনের ১৫ দিন পর আমি সবগুলো সমস্যা নিয়ে বসবো। পর্যায়ক্রমে সমাধান করবো।
নাসিম আরও বলেন, আমি জালভোটে, কোনো দুই নম্বর ভোটে এমপি হতে চাই না। আমি ভোটারদের ভোটে এমপি হতে চাই। আমি হালাল পথে রোজগার করেছি।
এর আগে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছাগলনাইয়া উপজেলা শহরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর