সিরাজগঞ্জ-৩
ভোটকেন্দ্রে ‘ভোটার-খরা’
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের একাধিক কেন্দ্রে দেখা গেছে ‘ভোটার-খরা’। হাতেগোনা কিছু ভোটার ভোট দিলেও এখনো বেশিরভাগ ভোটারই কেন্দ্রে আসেননি। তবে শেষ বেলায় ভোটারদের উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ২১৩টি ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ১৬০টি। একই সময়ে পূর্ব লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০০ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৩০০ টি। চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩০০ ভোটের বিপরীতে দুপুর ১ টা পর্যন্ত ২৯০ টি ভোট পড়েছে।
ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আপেল মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘ভোটারদের উপস্থিতি কম, তবে শেষ বেলায় কিছুটা বাড়তে পারে। এ আসনে সর্বমোট ১৫৩টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮৩৯ জন।’
এ আসনে আওয়ামী লীগের অধ্যাপক ডা. আব্দুল আজিজ (নৌকা), স্বতন্ত্র সাখাওয়াত হোসেন সুইট (ঈগল), স্বতন্ত্র নূরুল ইসলাম (ট্রাক), বিএনএমের গোলাম মোস্তফা (নোঙর) ও জাতীয় পার্টির জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এম এ মালেক/কেএসকে/এএসএম