রাজশাহী-৪ আসনে নৌকার জয়
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
রাজশাহী-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ২৩৯ জন। আসনটির ১২২ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
এসএইচ/কেএএ/এএসএম