ফরিদপুরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২
ফরিদপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এমনকি স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। ওই বাজারে থাকা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ৫ দোকান ও ৪ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এসেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
এছাড়া একই উপজেলার ভবুকদিয়া গ্রামেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাঙচুর করে পোড়ানো হয় এবং ৪টি ঘরবাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গী গ্রামের হাসান মেম্বারের নেতৃত্বে নৌকার সমর্থক যদুরদিয়া গ্রামের মিজান, নান্নু মাতুব্বরসহ শতাধিক লোকজন গাড়িতে করে উল্লাস করে এবং আবির ছিটিয়ে যাচ্ছিলেন। পথে ডাঙ্গী বাজারে পৌঁছালে বাধা দেন ডাঙ্গী নগরকান্দা গ্রামের কামাল মাতুব্বরের নেতৃত্বে ঈগল সমর্থকরা। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ডাঙ্গী বাজারে ব্যবসায়ী সবুজ মোল্যা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কায় ভোট দেওয়ার অপরাধে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমরা ঈগল মার্কার নির্বাচন করছি। এ কারণে নৌকার লোকজন আমার দোকান ভাঙচুর করছে এবং দোকান থাকা নগদ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।’
বাজারের অপর এক ওষুধের দোকানদার বলেন, আমার দোকানের মালামাল নষ্ট করেছে এবং ষাট হাজার টাকা দামের একটি কম্পিউটার নিয়ে গেছেন নৌকার সমর্থকরা।
এ ব্যাপারে নৌকার সমর্থক হাসান মেম্বার বলেন, ‘দীর্ঘদিন ধরে লাবু চৌধুরীর সঙ্গে আছি। নির্বাচনে নৌকার এজেন্টও ছিলাম। আমাদের এখানে লাবু চৌধুরীর লোকজন কম থাকায় নির্বাচন শেষ হওয়ার পরই ওরা আমাদের ওপর হামলা করার পরিকল্পনা করেন। নৌকার প্রার্থী জয়ী হওয়ার কারণে তা পারেনি। সোমবার যখন লাবু চৌধুরীকে ফুল দেওয়ার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন কামালের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়। ওরা নিজেরাই দোকানপাট ভাঙচুর করে আমাদের নামে মামলা দেওয়ার জন্য।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘ডাঙ্গী বাজারে নৌকার সমর্থকরা বিজয় উল্লাস করার সময় অপরপক্ষ বাধা দিলে সংর্ঘষের সৃষ্টি হয়। পরে নৌকার সমর্থকরা পাল্টা আক্রমণ করে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এন কে বি নয়ন/কেএসআর