ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জনগণকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

ভোটকেন্দ্রে না যাওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের হকার্স মার্কেট এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সংবাদিকদের বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসুচিতে সাড়া দিয়ে দেশের অধিকাংশ মানুষ ভোটকেন্দ্রে যাননি। খুব অল্প সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছেন তারা দেশের শত্রু।

তিনি আরও বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে। গণতান্ত্রিক এ আন্দোলনে বগুড়ার নাগরিকদেরকে সমর্থন জানানোর আহবান জানান তিনি।

লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবি সালাম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এনআইবি/এএসএম