ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ৪০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া জোনের ব্যবস্থাপনায় এসব কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা।

jagonews24

কম্বল পেয়ে আনোয়ারা নামের এক নারী বলেন, সেনাবাহিনী দেশের জন্য কাজ করে। কিন্তু আমরা সেনাবাহিনীর কম্বল পাবো কোনোদিন ভাবিনি। কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।

এসময় অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

 

সোহান মাহমুদ/এসআর/জিকেএস