ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইলে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০১:২১ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শাহ্জাদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সদস্য প্রার্থী মফিল মিয়ার সমর্থনে তার সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় চকবাজার এলাকায় পৌঁছালে অপর সদস্য প্রার্থী আজহার মিয়ার সমর্থকরা তাতে বাধা দেন। এসময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি