ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ৯.২ তাপমাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৮:৫২ এএম, ২২ জানুয়ারি ২০২৪

তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়ায় ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।

ঈশ্বরদীতে ৯.২ তাপমাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক রঞ্জন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২১ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে সোমবার তাপমাত্রা কমে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

ঈশ্বরদীতে ৯.২ তাপমাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এদিকে উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন। সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন।

সকাল ৮টায় ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কের দুই পাশে পথচারী, রিকশাচালক ও দুস্থদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

শেখ মহসীন/এফএ/জেআইএম