ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে আহত পাওয়ারট্রলি চালকের হাসপাতালে মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামের আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় একজন পাওয়ারট্রলি চালক।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বিল্লাল উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের খালপাড়ার মো. বজলুর ছেলে।

মৃতব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি সকাল ৭টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের কাঁঠালতলা নামক স্থানে বিচালি বোঝাই পাওয়ারট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাবলা গাছে ধাক্কা লাগলে বিল্লাল হোসেন ও ফারুক আলি নামের দুজন গুরুতর আহত হন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমকেআর