ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে চালু হলো নাজমুল হাসান পাপন পৌর পার্ক

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ১১:১৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ ঘেঁষে নবনির্মিত নাজমুল হাসান পাপন পৌর পার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ নামের পৌর পার্কের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভৈরব পৌরসভার নির্মাণশৈলির অন্যতম একটি নিদর্শন নাজমুল হাসান পৌর পার্ক আনুষ্ঠানিক উদ্বোধনের পরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কমলপুর এলাকার ১০ বিঘা জমির ওপর ২০১৮ সালে পার্কটির নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ঠিকাদার কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। পার্কটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

জানা যায়, ২০১৮ সালে পার্কটির কাজ শুরু করেন তৎকালীন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। ঠিকাদার জটিলতার কারণে দীর্ঘদিন পিছিয়ে থাকার পর অবশেষে এই পার্কটি জনস্বার্থে উন্মুক্ত করা হলো।

রোলার কোস্টার, বাম্পার কার, স্পেস ট্রিপ, অক্টোপাস, ড্যান্সিং কার্পেট, দোলনা, সুইমিং পুলসহ ১৫টি বিভিন্ন রাইডস নিয়ে পার্কটি সাজানো হয়েছে। তবে এগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে সুইমিং পুল। এছাড়াও রয়েছে রেস্টুরেন্ট, রিসোর্ট, কনভেনশন হল, থ্রিডি সিনেমা হল ও একটি কমিউনিটি সেন্টার।

park

উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ভৈরববাসীর দীর্ঘদিনের দাবি ছিল শহরের ভেতরে একটি বিনোদনকেন্দ্র নির্মাণ করা। আজ সেই দাবিটি পূরণ হয়েছে। পার্কটিতে বিনোদন প্রেমীরা তাদের পরিবার নিয়ে অবসর সময়ে বিনোদন নিতে পারবেন।

পার্কের ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদ্বার আব্দুল হেকিম রায়হান বলেন, আমরা পৌর পার্কটি ভৈরবের মানুষের মনের মতো করে সাজিয়েছি। শুধু ভৈরব নয়; কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলাসহ পার্শ্ববর্তী সকল জেলা উপজেলা থেকে মানুষজন পরিবার পরিজন নিয়ে এসে যেন এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। পার্কের ভেতরে ও বাহিরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তৎপর রয়েছে পার্ক কর্তৃপক্ষ।

পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন, ভৈরবের মানুষের দম ফেলার একটি বিনোদন কেন্দ্র করা হলো। ভৈরব থেকে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক, সভা সেমিনার করে থাকে। যেন দূরে কোথাও যেতে না হয় এজন্যই এই পার্কটির ভেতরে সকল ব্যবস্থা রাখা হয়েছে।

রাজীবুল হাসান/এফএ/এমএস