মায়ের সঙ্গে কলহে বাবার মৃত্যু, খবর শুনে ছেলের বিষপান
বাবার মৃত্যুর খবরে বিষপান করেন ছেলে রানা
কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলাকালীন অসুস্থ হয়ে ফিরোজ মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেন ছেলে রানা (২৫)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিপুরে এ ঘটনা ঘটে। একইদিনে বাবা-ছেলের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে নিহত ফিরোজ মিয়ার মরদেহ কালিপুর গোরস্থানে দাফন করা হয়। ছেলে রানার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফিরোজ মিয়া একজন মুদি দোকানদার ছিলেন। শনিবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ফিরোজ মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে ছেলে রানা বিষপান করেন। তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী নাজমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, রানার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
রাজীবুল হাসান/এসআর/এএসএম