ভৈরবে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার, অটোরিকশা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই হওয়া অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতাররা হলেন, মো. ইয়াছিন মিয়া (২১), শরীফ (৩৩), আব্দুল্লাহ (২৯), মো. রানা মিয়া (৪০), মো. সুমন (২৪)।
পুলিশ জানায়, ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশাচালক আরমান মিয়া যাত্রী নিয়ে ভৈরব রেলস্টেশনে যায়। সেখান থেকে ফেরিঘাট যাওয়ার পথে ভৈরব পৌর কবরস্থানের সামনে অটোরিকশা থামিয়ে কয়েকজন যুবক চালককে শ্মশানঘাটের নিয়ে যান। সেখানে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভুক্তভোগীর আরমান মিয়ার বাবা বাদী ভৈরব থানায় একটি মামলা করেন।
এই বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।
রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস