ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে যুবক আটক

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

কিশোরগঞ্জ রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ২৪টি আসনে ১২টি টিকিটসহ তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়।

আটক সাইফুল ইসলাম ওরফে সাইকুল (৪০) কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ স্টেশন প্লাটফর্মে কালোবাজারি চক্রের চিহ্নিত সদস্য সাইফুল ইসলাম টিকিটসহ ঘোরাফেরা করছিলেন। এসময় তাকে আটক করলে তার কাছ থেকে টিকেট ও নগদ টাকা জব্দ করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ রেলওয়ে প্লাটফর্ম থেকে আমরা ২৪টি আসনে ১২টি টিকেট ও নগদ ৭৬৭০ টাকা একটি মোবাইলসহ তাকে আটক করি। আটক সাইফুলের নামে টিকেট সংক্রান্ত রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এসকে রাসেল/এনআইবি/এমএস